বাঁকুড়ার সোনামুখী(Sonamukhi) জঙ্গলে ফের বুনো হাতির(Elephant) তাণ্ডব । শুক্রবার ভোরের দিকে বর্ধমান থেকে দামোদর নদ পেরিয়ে সোনামুখী জঙ্গলে ঢুকল ৬২ টি বুনোহাতির একটি দল । বনদফতর সূত্রে এমনটাই জানা গিয়েছে । এই মুহূর্তে সোনামুখী রেঞ্জের ইন্দকাটা বিটে হাতিগুলি রয়েছে ।
গত কয়েক সপ্তাহ ধরে সোনামুখী জঙ্গলে বুনো হাতির তাণ্ডবে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে ধান চাষি এবং সবজি চাষিদের । হাতির তাণ্ডবে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন বাঁকুড়ার পাত্রসায়র রেঞ্জের গ্রামবাসীরা । বনদফতরের উদ্যোগে হাতির পালকে বর্ধমানের দিকে সরিয়ে দেওয়া হয়েছিল । কিন্তু শুক্রবার পুনরায় হাতিগুলি সোনামুখী জঙ্গলে ঢুকে পড়ে । ফলে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় সোনামুখী জঙ্গলের বিস্তীর্ণ এলাকার চাষিরা ।
হাতিগুলি যাতে লোকালয়ে প্রবেশ করে সাধারণ মানুষের কোনও ক্ষয়ক্ষতি করতে না পারে, সেই বিষয়ে সতর্ক রয়েছে বনদফতরের আধিকারিকরা ।