হাতে আর মাত্র একদিন। তার মধ্যেই UAN-Aadhaar লিঙ্ক না করালে বড়োসড়ো সমস্যায় পড়বেন অ্যাকাউন্ট হোল্ডাররা। EPFO আগেই UAN-কে আধারের সঙ্গে লিঙ্ক করানো বাধ্যতামূলক করেছে। আর এর সময়সীমা শেষ হচ্ছে আগামীকাল অর্থাৎ ৩০ নভেম্বর। যাঁরা এর মধ্যে UAN-Aadhaar Link করাবেন না, তাঁদের প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে।
প্রথমে এই লিঙ্কের সময়সীমা ছিল চলতি বছরের ৩১ অগস্ট। কিন্তু তারপর তা বাড়িয়ে করা হয় ৩০ নভেম্বর। EPFO আগেই জানিয়েছিল, এই নির্দিষ্ট সময়ের মধ্যে UAN-Aadhaar Link না করালে পিএফ অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। এমনকী সেই সমস্ত অ্যাকাউন্ট হোল্ডাররা টাকা তুলতেও পারবেন না।
যাঁরা এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে UAN-Aadhaar Link করাবেন না, তাঁদের বীমা-সংক্রান্ত সমস্যার মুখেও পড়তে হতে পারে। কারণ EPFO ইতিমধ্যেই Employees Deposit Linked Insurance (EDLI)-র জন্যও UAN-Aadhaar Link বাধ্যতামূলক করেছে। তাই লিঙ্ক না হলে প্রিমিয়াম জমা পড়বে না, ফলে ৭ লক্ষ টাকা পর্যন্ত বীমা থেকে বঞ্চিত হতে পারেন গ্রাহকরা।