উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বিধানসভা নির্বাচন নিয়ে পারদ চড়ছে। সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব ঘনিষ্ঠ দুই নেতার বাড়িতে হানা দিল আয়কর দফতর।
উত্তরপ্রদেশের মউ এলাকায় রাজীব রাই নামে এক সমাজবাদী পার্টি নেতার বাড়িতে যান আয়কর দফতরের (Income Tax) আধিকারিকরা। ওই নেতা কর্নাটকে একটি স্কুল চেনের মালিক। রাজীবের দাবি, তাঁর কোনও কালো টাকা নেই। তিনি মানুষের পাশে থাকেন। সরকারের তা পছন্দ নয়।
মৈনপুরির আর এক সমাজবাদী পার্টি নেতা তথা আরসিএল গ্রুপের চেয়ারম্যান মনোজ যাদবের বাড়িতেও তল্লাশি চালিয়েছেন আয়কর আধিকারিকরা।
আরও বেশ কিছু জায়গায় তল্লাশি হতে পারে বলে হিন্দুস্তান টাইমসের খবর।
US report on Pakistan : মাসুদ আজহার-সহ জঙ্গিদের বিচারে ব্যর্থ পাকিস্তান, অভিযোগ আমেরিকার