শেক্সপিয়র বলেছিলেন, "হোয়াটস ইন আ নেম"? নামে কী বা আসে যায়। তবে এখন নামে অনেক কিছুই আসে যায়। আর নাম বদলালেও। ফেসবুকের নাম বদল নিয়ে তোল্পার গোটা বিশ্ব। মার্ক জুকেরবার্গের সোশ্যাল মিডিয়া ফেসবুকের নাম পালটে গেল রাতারাতি। নতুন নাম হচ্ছে 'মেটা' (Meta)।
সার্ভার বিভ্রাট ও নীতি নিয়ে খোঁচায় ৬০০ কোটি ডলারের ক্ষতি ফেসবুকের
আগামী দিনে নতুন পথচলার জন্য এই পদক্ষেপ বলেই জানিয়েছেন জুকারবার্গ । আর কেন মেটা নামটি বেছে নেওয়া সেই সম্পর্কে জুকেরবার্গ লিখেছেন, 'ক্লাসিকস পড়তে বরাবরই ভালোবাসি। গ্রিক শব্দ 'বিয়ন্ড' (অনন্ত) থেকে এসেছে মেটা শব্দটি। ব্যক্তিগতভাবে যে শব্দ বেছে নেওয়ার কারণ আরও অনেক কিছু তৈরি করা বাকি। আমাদেরও পথচলার অনেক নতুন পথ বাকি, সেই ধারণা থেকেই এই নামকরণ।'
২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি পথচলা শুরু করে বর্তমানে ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সবেরই মাদার কোম্পানি ফেসবুক। ১৭ বছরে প্রযুক্তির সঙ্গে মানুষের সম্পর্ক বদলেছে অনেকটা। মেটা-ইউনিভার্সে মানবজীবনে আরও বেশি করে প্রযুক্তির প্রভাব থাকবে বলেও মনে করেন জুকেরবার্গ।