পর্ণ কাণ্ডের পর ফের নতুন করে বিপাকে রাজ কুন্দ্রা(Raj Kundra) ও শিল্পা শেট্টি(Shilpa Shetty) । এবার তারকা দম্পতির বিরুদ্ধে উঠল আর্থিক প্রতারণার অভিযোগ । তাঁদের বিরুদ্ধে শনিবার, বান্দ্রা থানায় অভিযোগ দায়ের করেছেন নীতিন বারাই নামে এক ব্যক্তি ।
ওই ব্যক্তি তাঁর অভিযোগে জানিয়েছেন, ২০১৪ সালে এসএফএল(SFL) ফিটনেস প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর কাশিফ খান এবং শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রা তাঁকে মোটা টাকা লাভের আশা দেখিয়ে তাঁদের ফিটনেস সংস্থায় প্রায় দেড় কোটি(১.৫১ কোটি) টাকা বিনিয়োগ করতে বলে । তিনি সেই টাকাও বিনিয়োগ করেন । এমনকী, সেই বিনিয়োগের বিনিময়ে পুনের কোরেগাঁও এলাকায় স্পা, জিম খোলার ব্যাপারেও তাঁকে আশ্বস্ত করা হয়েছিল ।
কিন্তু, বিনিয়োগের পরেও প্রতিশ্রুতি মতো এই ব্যবসা আর চালু করা হয়নি । এরপর ওই ব্যক্তি তাঁর সমস্ত টাকা ফেরত চান । অভিযোগ, টাকা ফেরত চাওয়ায় অভিনেত্রী শিল্পা শেট্টি ও তাঁর স্বামী রাজ কুন্দ্রা তাঁকে হুমকি পর্যন্ত দেন।
Shilpa Shetty: রাজ কুন্দ্রার জামিনের পর ইঙ্গিতপূর্ণ পোস্ট শিল্পা শেট্টির
এরপরেই বান্দ্রা থানায় এই তারকা দম্পতির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি । অভিযোগের উপর ভিত্তি করে আইপিসি-র (IPC) ৪২০(প্রতারণা), ১২০-বি(অপরাধের চক্রান্ত), ৫০৬(ভয় দেখানো), ৩৪(একই উদ্দেশ্য নিয়ে অপরাধ) ধারায় মামলা দায়ের করেছে পুলিশ ।