বৃষ্টি ও নদী বাঁধ ভাঙনের ফলে বিপাকে পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা। কাঁথি, এগরা, তমলুক ও হলদিয়া মহকুমার বিস্তীর্ণ এলাকায় চরম জল যন্ত্রনার শিকার মানুষ।
একই ছবি পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ার বিস্তীর্ণ অংশে। নদীর বাঁধ ভেঙে যাওয়ায় হাওড়া, হুগলিত একাংশ বন্যায় ভেসে গিয়েছে।
বৃহস্পতিবার মাঝরাতে পটাশপুরের তাল ছিটকিনি এলাকা থেকে কেলেঘাই নদীর বাঁধ ভেঙ্গে প্লাবিত পটাশপুর ভগবানপুর, ও এগরার বেশ কয়েকটি গ্রাম। আতঙ্কে প্রহর গুনছে এলাকাবাসী। কেলেঘাই ও বাঘুই নদীর জল বিপদসীমার উপর দিয়ে বয়ে চলেছে। সরকারি ভাবে বন্যা পরিস্থিতির ঘোষণা না হওয়ায় প্রশাসনের তরফে কিছু করা যাচ্ছে না । জানা গিয়েছে, এখনও পর্যন্ত ২০০০-এর বেশি মানুষ উদ্ধার করা হয়েছে।