অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Avishek Banerjee) হাত ধরে তৃণমূল কংগ্রেসে ( TMC) যোগ দিলেন জাতীয় কংগ্রেসের ৫ বারের বিধায়ক মইনুল হক। তিনি গত ২১ সেপ্টেম্বর জাতীয় কংগ্রেসের সম্পাদকের দয়িত্ব থেকে পদত্যাগ করেন।
মইনুল ফরাক্কার পাঁচ বারের বিধায়ক ছিলেন। জেলার রাজনীতিতে তিনি বড় নাম। এদিন অভিষেকের কাছ থেকে তৃণমূলের দলীয় পতাকা গ্রহণ করেন তিনি।
Congress: উপনির্বাচনের আগে বড়ো ধাক্কা, কংগ্রেস ছাড়লেন ৫ বারের বিধায়ক
জঙ্গীপুর MDA ময়দানে অনুষ্ঠিত হল এই জনসভা। মূলত জঙ্গীপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী জাকির হোসেনের সমর্থনে এই জনসভার আয়োজন করা হয়।