হোয়াটস ইন আ নেম? শেক্সপিয়র বলেছিলেন, নামে কী বা আসে যায় ? কিন্তু এখন তো দেখা যাচ্ছে বেশ আসে যায়। গুজরাটের ভারুচের কাছে এক পেট্রোল পাম্পে বিনামূল্যে পেট্রোল পাচ্ছেন কেবল তাঁরা, জাদের নাম নীরজ। সোনার ছেলে অলিম্পিকে দেশের নাম উজ্জ্বল করার পর থেকে এমন কত কিছুই না হচ্ছে!
পরিচয় পত্র দিয়ে শুধু প্রমাণটুকু দিতে হবে, আপনার নাম নীরজ। ব্যাস আপনি পেয়ে যাবেন ৫০১ টাকার পেট্রোল। আগামী সোমবার পর্যন্ত অফারটি প্রযোজ্য। ইতিমধ্যে নীরজ নামের খান তিরিশেক গ্রাহক এসে বিনামূল্যে তেল ভরেছেন নিজেদের বাহনে।
না বিজনেজ স্ট্র্যাটেজি নয়, পেট্রোল পাম্পের মালিক আয়ুব পাঠান বলছেন, অলিম্পিকে ইতিহাস রচনা করা নীরজ চোপড়াকে সম্মান জানাতেই তাঁর এই অভিনব উদ্যোগ।