Ganesh Chaturthi 2021: আজ গণেশ চতুর্থী। হিন্দু ধর্মে গণেশ প্রথম পূজ্য দেবতা। যে কোনও পুজো, অনুষ্ঠান বা উৎসবে সর্বপ্রথম গণেশের পুজো করা হয়। শাস্ত্র মতে গণেশ বিদ্যা, বুদ্ধি, বিঘ্ন বিনাশক, সুখ, সিদ্ধি, সমৃদ্ধির দেবতা। চলতি বছরের গণেশ উৎসবে একাধির শুভযোগের নির্মাণ হচ্ছে। এর ফলে গণেশ চতুর্থী অত্যন্ত মঙ্গলকারী প্রমাণিত হবে।
১. ১০ সেপ্টেম্বর, শুক্রবার গণেশ চতুর্থীর দিনে বুদ্ধি ও বাণীর গ্রহ বুধ এবং সাহস ও পরাক্রমের কারক গ্রহ মঙ্গল কন্যা রাশিতে বিরাজ করবেন। এ ছাড়াও শুক্র ও চন্দ্র তুলা রাশিতে যুতি সৃষ্টি করবে। জ্যোতিষে শুক্র ও চন্দ্রকে মহিলা প্রধান গ্রহের সংজ্ঞা প্রদান করা হয়েছে। এমন পরিস্থিতিতে এই দুই গ্রহের যুতির ফলে গণেশ চতুর্থী মহিলাদের জন্য অত্যন্ত শুভ হবে।