স্বামী সইফ আলি খান (Saif Ali Khan) এবং ছেলে তৈমুরকে (Taimur) সঙ্গে নিয়ে গণেশ চতুর্থী (Ganesh Chaturthi) পালন করলেন করিনা কপুর। সোশ্যাল মিডিয়ায় নিজের বাড়ির ছোট্ট, ছিমছাম উদযাপনের ছবি দিয়েছেন তিনি।
করিনার শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে তাঁর তিনজন মিলে পালন করছেন গণেশ উৎসব। সাদা পোশাকে সইফ হাতজোড় করে দাঁড়িয়ে আছেন গণপতির সামনে। তাঁর সঙ্গে নীল ও সাদা রঙের পোশাকে ছোট্ট তৈমুর। করিনা পরে রয়েছেন একটি লংড্রেস।
আরেকটি ছবিতে দেখা যাচ্ছে তৈমুরের নিজের হাতে বানান গণপতিকে। মাটির মূর্তিটি দেখে মুগ্ধ নেটিজেনরা। তবে সইফ-করিনার ছোট ছেলেকে দেখা যায়নি ছবিতে।