খানেওয়ালোকো খানেকা বাহানা চাহিয়ে। এই গল্পের ক্যাপশন এটাই। বাঙালি, ভোজন প্রিয়। জীবনের যে কোনও ওঠা পড়া ভাঙা গড়াকে বাঙালি অনুভব করে জিভ দিয়ে। আর এ যে এক বর্ণও মিথ্যে নয়, প্রমাণ করল, গত দিন দুয়েক ধরে সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকা খান কয়েক ছবি।
এক যুবকের আইবুড়ো ভাতের(aiburo bhaat) এলাহি আয়োজন করেছেন, পড়শিরা, বন্ধুরা। কতটা এলাহি? ১৬৫ রকম ব্যঞ্জনে সেজেছে যুবকের আইবুড়ো আসর।
কৌশিক বিশ্বাস নামে জনৈক ফেসবুক ইউজারের প্রোফাইল থেকে আপলোড করা হয়েছে সেই সব ছবি। কৌশিক বাবুর পোস্ট থেকে অনুমান করা যায়, আইবুড়ো যাপন ঘুচতে চলা যুবকের নাম অ্যান্টনি রনি মণ্ডল। রনির সামনে অর্ধচন্দ্রাকারে সুন্দর ভাবে সাজানো রয়েছে সারি সারি জিভে জল আনা পদ।
গল্পের এটুকুই জানা। হবু বর কতোটা খেতে পারলেন, বাকিরাও ভাগ বসালেন কিনা, এসব ভাবা দর্শক পাঠকের কাজ।
ওই যে, কথায় বলে, জিভে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর।