সেলুলয়েডের পর্দায় আসছেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)! একটি ভাইরাল ছবি সেই জল্পনাই উসকে দিয়েছে। রোহিত শেট্টির (Rohit Shetty) আগামী ছবি সূর্যবংশী-তে (Sooryavanshi) অক্ষয় কুমার (Akshay Kumar) ও ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) সঙ্গে কি দেখা যাবে ধোনিকে!
সূর্যবংশীর সেট থেকে ধোনির সঙ্গে একটি ছবি টুইটারে শেয়ার করেন গুলশন গ্রোভার (Gulshan Grover)। সেই ছবিই ভাইরাল হয়ে যায়। টুইটে তিনি লেখেন, "সূর্যবংশীর সেটে মহেন্দ্র সিং ধোনি! ধোনি কি এই ছবিতে আছেন! নাকি অক্ষয়ের সঙ্গে একই স্টুডিওতে শুটিং করছেন!"
ধোনিকে ছাড়বে না সিএসকে, জানিয়ে দিলেন শ্রীনিবাসন
গুলশন গ্রোভারের এই টুইটে জল্পনা বাড়ে। সূর্যবংশী ছবিতে প্রধান চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমারকে। রোহিত শেট্টির পুলিশ সিরিজের তৃতীয় ছবি এটি। এর আগে অজয় দেবগণের সিংহম (Singham) ও রণবীর সিংয়ের সিম্বা (Simba) বক্সঅফিসে সফল হয়েছিল। সূর্যবংশীতে কি ক্যামিও চরিত্রে থাকবেন ধোনি! তা হলে ভক্তদের কাছে সেটা হবে সেরা দীপাবলির উপহার।