বহু ভাষাভাষী মানুষের কেন্দ্র ভবানীপুরে BJP প্রার্থী প্রিয়াঙ্কা তিব্রেওয়ালের হয়ে প্রচার করলেন হরদীপ সিং পুরী। বুধবার পাঞ্জাবি মানুষজনের পাড়ায় যান তিনি, যান গুরুদ্বারেও। কেন্দ্রীয় পেট্রলিয়াম মন্ত্রী দাবি করেন, ভবানীপুরে বিজেপি জিতবেই।
এদিন একদম সকাল সকাল বিজেপি (BJP) প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের (Priyanka Tibrewal) হয়ে প্রচার শুরু করলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী (Hardeep Singh Puri)। সকালে তিনি প্রথমে যান ভবানীপুর গুরুদ্বারে। এরপর রয় স্ট্রিটে বাড়ি বাড়ি ঘুরে প্রচার করেন পেট্রোলিয়াম মন্ত্রী। লর্ড সিনহা রোডে হয় তাঁর পথসভা।
Bhawanipur by-election: প্রিয়াঙ্কার প্রচারে বাধার অভিযোগ, প্রতিবাদ সুকান্ত মজুমদারের
প্রচারে বেরিয়ে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী বলেন, "কীভাবে তৃণমূল জিতেছে তা সবাই জানে। প্রতিটি নির্বাচনের ধরন আলাদা আলাদা হয়। আমাদের যিনি প্রার্থী তিনি খুব ভালো। স্থানীয় ইস্যু সম্পর্কেও অবগত তিনি।"