উইয়ের ঢিপি আমরা সাধারণত বাড়ির আনাচে-কানাচে দেখা যায় । উইপোকা থাকলেই ঘরের আসবাবপত্রের ক্ষতি । কিন্তু, এই ছোট ছোট পোকামাকড়েরও যে প্রকৃতিতে অস্তিত্ব আছে, সেই ভাবনাই ফুটে উঠল হরিদেবপুর নিউ স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোয় । এবার তাদের পুজো ১৬ তম বর্ষে পদার্পণ করেছে ।
হরিদেবপুর স্পোর্টিং ক্লাবের এবারের থিম বল্মীক অর্থাৎ উইঢিপি । মণ্ডপে ঢুকলেই দেখা যাবে ঠিক উইঢিপির অনুকরণে অসংখ্য বল্মীক তৈরি করা হয়েছে । মণ্ডপ সজ্জার পাশাপাশি দুর্গা প্রতিমাতেও একটা বিশেষ অভিনবত্ব আছে । দুর্গা প্রতিমাকে সম্পূর্ণ সিঁদুরে লেপে দেওয়া হয়েছে । তবে কী থেকে এধরনের ভাবনা ? পুজো উদ্যোক্তা মইনুল জানাচ্ছেন, "তামিলনাড়ু-সহ একাধিক রাজ্যে উইঢিপিকে সিঁদুর লেপে পুজো করা হয় । সেটাকে বোঝাতে গিয়েই প্রতিমার গায়ে সিঁদুর লেপে দেওয়া হয়েছে ।"
শিল্পী পূর্ণেন্দু দে-র হাতে সেজে উঠেছে পুজো মণ্ডপ । শিল্পীর চোখে উইঢিপির প্রতিরূপ যেন এক আলাদা মাত্রা পেয়েছে । হরিদেবপুর স্পোর্টিং ক্লাবের পুজোর অভিনব থিম সত্যি নজর কাড়ার মতো ।