কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় রিপোর্ট তলব করল হাইকোর্ট। আগামী ৫ মে-র মধ্যে আদালতে রিপোর্ট জমা দেবে সিআইডি৷ শুক্রবার সরকারি আইনজীবী আদালতে জানিয়েছেন, মাথাভাঙা থানায় এই ঘটনায় এফআইআর রুজু করা হয়েছে। সিআইডি-কে দিয়ে তদন্ত করানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এরপরই সিআইডি-কে ৫ মে-র মধ্যে রিপোর্ট জমা দিতে বলে হাইকোর্ট।
শীতলকুচির ঘটনার দোষীদের শাস্তির আর্জি জানিয়ে গত সোমবার হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়।