বায়ুদূষণের ফলে হার্টের অসুখ ও শরীরের অন্য রোগের ঝুঁকি অনেকটাই বেড়ে যাচ্ছে ভবিষ্যত প্রজন্মের। শৈশব বায়ুদূষণের মধ্যে কাটলে, বয়সকালে এর প্রভাব পড়তে পারে । স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এল এই তথ্য।
যে কোনও দেশেই বায়ুদূষণের প্রধান কারণ মূলত তিনটি। যানবাহন, শিল্পাঞ্চল, আবর্জনা। প্রাকৃতিক কারণেও দূষণ হয় অনেক দেশে। দাবানলের ধোঁয়া তার মধ্যে অন্যতম। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের নেচার সায়েন্টিফিক রিপোর্টসে জানা গিয়েছে, বায়ুদূষণ জিনের চলনক্ষমতা বদলে দিতে পারে। এতে স্বাস্থ্যের দীর্ঘমেয়াদী ক্ষতি হয়।
বাতাসে ধুলিকণার পরিমাণ বা পিএম রেটের সঠিক মাত্রা ২.৫। কার্বন মনোক্সাইড ও ওজোন গ্যাসের মাত্রা বৃদ্ধির ফলেই পরিবেশে পিএম রেটের মাত্রা বেড়ে যায়। গবেষণায় জানা গিয়েছে, অতিরিক্ত বায়ুদূষণ ভবিষ্যত প্রজন্মের জিনের পার্থক্য তৈরি করে দিতে পারে।