আজ বিশ্ব মানবাধিকার দিবস(World Human Rights Day)। মানুষের সামাজিক, সাংস্কৃতিক, শারীরিক অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং সকলের কল্যাণ নিশ্চিত করতে প্রতিবছর ১০ ডিসেম্বর দিনটি মানবাধিকার দিবস(Human Rights Day) হিসেবে পালিত হয়। মানবাধিকার হল সেই সব মৌলিক অধিকার, যেগুলি থেকে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে কোনও মানুষকে নিপীড়িত বা বঞ্চিত করা যায় না।
এবছর মানবাধিকার দিবসের থিম, ‘সমতা-বৈষম্য কমাতে এবং মানবাধিকারকে এগিয়ে নিতে যেতে হবে’। এই বিশেষ দিনে জাতিসংঘ সকলের জন্য সমান সুযোগ প্রদান করতে এবং বৈষম্য বর্জন ও বৈষম্যের সমস্যাগুলির সমাধানে বিভিন্ন দেশগুলিকে উৎসাহিত করে।
মানবাধিকার দিবসের(Human Rights Day) ৭২ বছরের সুপ্রাচীন ইতিহাস রয়েছে। ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘ 'বিশ্ব মানবাধিকার দিবস' ঘোষণা করে প্রথমবারের মতো মানবাধিকারের বিষয়টি উত্থাপন করে। ১৯৫০ সালে জাতিসংঘ সিদ্ধান্ত নেয়, এরপর থেকে প্রতিবছর ১০ ডিসেম্বর, বিশ্ব মানবাধিকার দিবস(World Human Rights Day) হিসেবে পালিত হয়। আমাদের দেশের সংবিধানেও মানবাধিকারের নিশ্চয়তা দেওয়া হয়েছে।
আরও পড়ুন- Bipin Rawal: জেনারেল বিপিন রাওয়াতকে শেষ বিদায় আজ, প্রস্তুত রাজধানী
ভারতে 'শিক্ষার অধিকার' মানবাধিকারের অধীনে থাকা একটি গুরুত্বপূর্ণ অধিকার। ভারতবর্ষে ১৯৯৩ সাল থেকে মানবাধিকার আইন কার্যকর হয়। ১৯৯৩ সালের ১২ অক্টোবর ভারত সরকার জাতীয় মানবাধিকার কমিশন(National Human Rights Commission of India) গঠন করে।