আইএএস অফিসার (IAS Officer Raj Shekhar) রাজ শেখর পোহা (Poha) রান্না নিয়ে একটি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। সেই নিয়ে সারা দেশজুড়ে পড়ল হইচই। ছবিতে দেখা গেছে, গ্যাসের ওপর কড়াই, তাতে খুন্তি দিয়ে দিব্ব্যি পোহা নাড়ছেন কানপুরের কমিশনার(Kanpur Commissioner)। পোহার চেহারা দেখে জিভে তো জলই আসছে। তাহলে সমস্যা কোথায়? নেটিজেনদের চোখ ফাঁকি দেওয়া এত্ত সহজ বুঝি? সবাই ধরে ফেললেন, কমিশনার মশাই রান্না করছেন, কিন্তু ওভেন তো জ্বালানোই নেই।
ব্যাস দিনভর বইল মিমের বন্যা। ছবি পোস্ট করার সময় ক্যাপশনে রাজ শেখর লিখেছিলেন, "রান্নায় হাত পাকানোর চেষ্টা করছি, শুভেচ্ছা পাঠাবেন"। শুভেচ্ছা এল না ঠিকই, এল মিমের বন্যা। শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী (Priyanka Chaturvedi) লিখলেন, "গ্যাসের দাম ধরা ছোঁয়ার বাইরে, এ ছাড়া আর কোনও উপায়ই নেই। সরকারকে এর মাধ্যমে একটা বার্তা দেওয়া গেল। ওভেনের আগুনের বদলে সাধারণ মানুষের মিলিত ক্ষোভের আগুনেই রান্না হল পোহা"।
রান্না করার সময় রাঁধুনির কানে হেডফোন কেন, পরনে স্যুটই বা কেন, একের পর এক প্রশ্নবাণে জর্জরিত কমিশনার। নিজের রান্না আদৌ খেতে পেরেছেন কি না, কে জানে?