করোনা সংক্রমণ রোধে রাত ৯টা থেকে সকাল ৫টা পর্যন্ত অবাধ ঘোরাফেরার উপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।
কিন্তু সেই নিয়মের তোয়াক্কা না করে সল্টলেকের রাস্তায় ঘোরাফেরা করার অভিযোগ উঠল অভিনেত্রী ঈশা সাহার (Ishaa Saha)
বিরুদ্ধে।
শুক্রবার রাতে সল্টলেকের ৪ নম্বর গেটের কাছে নাকা চেকিং চলাকালীন তাঁর গাড়ি আটকায় পুলিশ। গাড়ির পেছনের আসনে বসেছিলেন অভিনেত্রী (Ishaa Saha) ।
অভিযোগ, তিনি গাড়ির যথোপযুক্ত কাগজও দেখাতে পারেননি। তাঁর বিরুদ্ধে ট্রাফিক আইনে মামলা করা হয়েছে বলে সূত্রের খবর।