রাজ্য সরকারের 'মা'(Maa) প্রকল্প নিয়ে এবার আর্থিক অনিয়মের অভিযোগ তুললেন রাজ্যপাল জগদীপ ধনখড়(Jagdeep Dhankhar)। ইতিমধ্যেই তিনি এই প্রকল্পের খরচসংক্রান্ত হিসেব এবং যাবতীয় নথি তলব করেছেন রাজ্য সরকারের(Govt. of West Bengal) কাছে। এই প্রকল্প নিয়ে টুইটারে ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়(Jagdeep Dhankhar)।
রাজ্যপালের(Governor of West Bengal) দাবি, চলতি বছরের ৫ ফেব্রুয়ারি 'ভোট অন অ্যাকাউন্ট' বক্তৃতায় 'মা' প্রকল্পের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেছিলেন তৎকালীন অর্থমন্ত্রী(Finance Minister) অমিত মিত্র(Amit Mitra)। রাজ্য সরকারের(Govt. of West Bengal) তরফে জানানো হয় ১ এপ্রিল থেকে তা চালু করা হবে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee) হঠাৎ করেই ফেব্রুয়ারির মাঝখানে তা চালু করে দেন।
আরও পড়ুন- Uttar Pradesh: পারদ চড়ছে উত্তরপ্রদেশে, দুই অখিলেশ ঘনিষ্ঠের বাড়িতে আয়কর হানা
এই প্রকল্প নিয়ে এবার রাজ্যপালের(Governor of West Bengal) ক্ষোভের মুখে পড়ল রাজ্য সরকার(Govt. of West Bengal)। ধনখড়ের(Jagdeep Dhankhar) অভিযোগ, আগাম চালু হওয়া এই প্রকল্পে অসাংবিধানিকভাবে অর্থ বরাদ্দ করা হয়েছিল।