ঘূর্ণিঝড় "জাওয়াদ" আসার আশঙ্কায় তৎপর ব্লক প্রশাসন। শনিবার সকাল থেকেই নামখানা ব্লক প্রশাসনের পক্ষ থেকে নামখানা, বকখালি, মৌসুনী দ্বীপে পর্যটকদের উদ্দেশে সতর্কীকরণ বার্তা দেওয়া হচ্ছে। ছুটির মরশুমে বকখালি ও মৌসুনী দ্বীপে ভিড় জমায় বহু পর্যটক। কিন্তু, এই জাওয়াদ-আবহে বকখালিতে পর্যটকদের সমুদ্র স্নানের উপর নিষেধাজ্ঞা আগেই জারি করল প্রশাসন।
ব্লক প্রশাসনের পক্ষ থেকে উপকূল তীরবর্তী এলাকার বহু মানুষদের ইতিমধ্যে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পাশাপাশি নজর রাখা হচ্ছে মৎস্যজীবীদের উপরেও।
প্রশাসনের পক্ষ থেকে মৎস্যজীবীদের উদ্দেশেও প্রতিনিয়ত দেওয়া হচ্ছে সতর্কবার্তা।