Jayrambati Jagadhatri Puja: তিথি মেনেই মা সারদার জন্মভিটে জয়রামবাটিতে শুরু হল জগদ্ধাত্রী পুজো। শুক্রবার ভোর সাড়ে পাঁচটা থেকে জয়রামবাটি মন্দিরের নাটমন্দিরে শুরু হল জগদ্ধাত্রী পুজো।
জয়রামবাটিতে এই জগদ্ধাত্রী পুজোর সূচনা করেছিলেন মা সারদার মা শ্যামাসুন্দরী দেবী। কথিত রয়েছে স্বয়ং জগদ্ধাত্রীর স্বপ্নাদেশ পেয়ে এই পুজো শুরু করেছিলেন তিনি। আজও সেই প্রাচীন নিয়ম ও তিথি-নক্ষত্র মেনেই পুজো পরিচালনা করা হচ্ছে জয়রামবাটি মাতৃমন্দিরে।
Ex-Pakistan soldier awarded Padma shri: পদ্মশ্রী পেলেন প্রাক্তন পাক সেনা, এখনও তাঁর নামে ফাঁসির আদেশ
এখানকার পুজোর বয়স আনুমানিক ১৫০ বছর। বিশুদ্ধ মতে, ভক্তি ও নিষ্ঠা ভরে এখানে পুজো পরিচালনা করা হয়। মা সারদার দেশে জগদ্ধাত্রী পুজো দেখতে হাজির হন বহু দর্শনার্থী। কোভিড আবহে এইবছরও স্বাস্থ্যবিধি মেনেই সীমিত সময়ের মধ্যে পুজো দর্শন চলছে জয়রামবাটি মাতৃমন্দিরে।