ভারতের মতো দেশে ক্রিকেট(Cricket) একটা আবেগের নাম। তাই ক্রিকেট নিয়ে ছবি মানেই, তাকে ঘিরেও থাকবে গুচ্ছের উন্মাদনা। ছবি 'জার্সি' নিয়েও তেমনটাই রয়েছে। আগেই জার্সি(Jersey)-র পোস্টার শেয়ার করেছিলেন শাহিদ কাপুর(Shahid Kapoor)। এবার প্রকাশিত হল ট্রেলার।
ট্রেলার শেয়ার করে শাহিদ লিখলেন, "অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর মুহূর্তটা এল। দু'বছর ধরে এই আবেগ ভাগ করে নেওয়ার অপেক্ষায় আছি। এই গল্পটা স্পেশাল, টিমটা স্পেশাল, ক্যারেকটারটাও স্পেশাল"।
আরও পড়ুন, আর 'জোনাস' নয়, ইন্সটায় নিজের নাম বদলালেন প্রিয়াঙ্কা চোপড়া
হায়দার থেকে কবীর সিং, নানা ঘরানার ছবিতে নিজের প্রতিভা প্রমাণ করেছেন শাহিদ। ক্রিকেটের ওপর তৈরি ছবিতে এই প্রথম কাজ করলেন। আগামী ৩১ ডিসেম্বর মুক্তি পাবে জার্সি। শাহিদ ছাড়াও ম্রুনাল ঠাকুর রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে।