জিয়া খান আত্মহত্যা মামলায় বরসড় ধাক্কা খেল সিবিআই। মামলার তদন্ত এগিয়ে নিয়ে যেতে আরও বিস্তারিত তদন্তের প্রয়োজন, এই মর্মে সিবিআইয়ের তরফে আদালতের কাছে মামলার সঙ্গে জড়িত বেশ কিছু তথ্যপ্রমাণের ফরেনসিক পরীক্ষার অনুমতি চাওয়া হয়েছিল। অনুমতি দিল না মুম্বইয়ের সেশন কোর্ট।
আত্মহত্যার সময় গলায় ফাঁস দেওয়ার জন্য জিয়া যে ওড়ানা বা দুপাট্টা ব্যাবহার করেছিলেন সেটির ফরেনসিক পরীক্ষা এবং মৃত্যুর ঠিক আগে ব্ল্যাকবেরি ম্যাসেঞ্জারের মাধ্যমে জিয়া ও তাঁর প্রেমিক তথা মামলার মূল অভিযুক্ত সূরজ পাঞ্চলির মধ্যে যে কথোপকথন হয়েছিল সেই ডেটা উদ্ধার করবার আবেদন জানিয়েছিল সিবিআই। কিন্তু অনুমতি মিলল না।