দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ (Kakababur Protyabortan)। ২০২২ এর ৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত কাকাবাবু সিরিজের দ্বিতীয় ছবি। কাকাবাবুর চরিত্রে প্রসেনজিৎ।
বিগ বাজেট ছবি। সিংহভাগের শুটিং আফ্রিকার জঙ্গলে। প্রযোজনা সংস্থা এসভিএফের তরফে দাবি করা হয়েছিল, এমন ছবি আগে বাংলায় দেখা যায়নি। এই পর্যন্ত পিকচার পারফেক্ট।
এবার কথা, একই দিনে মুক্তি পাবে উইন্ডোজ প্রযোজনা সংস্থার আরেক ছকভাঙা গল্পের ছবি ‘বাবা বেবি ও’ (Baba Baby O)। বাবার চরিত্রে যিশু সেনগুপ্ত (Jisshu Sengupta)। সিঙ্গল ফাদারের গল্প। যিনি কিনা দুই খুদেকে সামলাতে গিয়ে নাস্তানাবুদ। সন্তানের দেখভালের জন্য আসেন শোলাঙ্কি রায়। তারপর? বাকি গল্প জানতে হলে অপেক্ষা করতে হবে। এই শীতে টলিউডের ডুয়ালে কে জেতেন, সেটা দেখারও অপেক্ষা থাকল।
'রাবণ'-এর টিজার প্রকাশ পেতেই উচ্ছ্বসিত দর্শকরা, নতুন লুকে যেন চেনাই যাচ্ছে না জিৎ-কে