জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরফে নোটিশের কোপে জেএনইউ- ছাত্রসংসদের সভানেত্রী ঐশী ঘোষ। ২০১৮ সালের একটি পুরোন ঘটনায় ঐশী ঘোষকে নোটিস পাঠানো হয়েছে। ঐশী ছাড়াও অন্য এক পড়ুয়াকেও এই কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। ২০১৮-তে এক প্রতিবাদ-বিক্ষোভের ঘটনায় এই নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে ঐশীদের ওই প্রতিবাদকে বিশৃঙ্খলা ও বিধিভঙ্গ বলে উল্লেখ করা হয়েছে।
শোকজ নোটিস ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছেন ঐশী। তাঁর অভিযোগ, তাঁদের হেনস্থা করতেই নোটিস পাঠানো হয়েছে। আইনি পথেই মোকাবিলা করা হবে।