কলকাতা পুরভোটে (KMC Election) ১৪৪টি ওয়ার্ডেই প্রার্থী ঘোষণা করল রাজ্য বিজেপি (BJP West Bengal)। তালিকা ঘোষণা করার আগে বিজেপি নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায় (Pratap Banerjee) বলেন, "এবার নির্বাচনে মহিলা প্রার্থী ও তরুণ মুখের ওপর গুরুত্ব দিয়েছে বিজেপি।"
কলকাতা পুরসভার ১০২ নম্বর ওয়ার্ডে বিজেপির প্রার্থীতালিকায় নেই রিঙ্কু নস্কর (Rinku Naskar)। বিধানসভা ভোটের আগে CPIM থেকে বিজেপি-তে আসেন তিনি। ১০২ নম্বর ওয়ার্ডের প্রার্থী হলেন ইন্দিরা গঙ্গোপাধ্যায়। ৫০ নম্বর ওয়ার্ডের প্রার্থী সজল ঘোষ (Sajal Ghosh)।
সোমবার পুরভোটের প্রার্থীতালিকা ঘোষণার সময় বিজেপি নেতারা জানান, এবার নির্বাচনে ৪৫ জন তরুণ মুখ ও ৫০ জন মহিলা প্রার্থী রাখা হয়েছে। পুরভোটে বিজেপির প্রার্থীতালিকায় পাঁচজন আইনজীবী, তিনজন চিকিৎসক, চারজন অধ্যাপক ও শিক্ষক আছেন। একজন অবসরপ্রাপ্ত কর্নেলও আছেন এই তালিকায়।
পুরভোটে বিজেপির নির্বাচনের দায়িত্বে থাকা প্রতাপ বন্দ্যোপাধ্যায় জানান, "নির্বাচনী কমিটির বৈঠকে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumder) অনুমোদনের পর এই প্রার্থীতালিকা করা হয়েছে।"
আগে প্রার্থীতালিকা ঘোষণা করা নিয়ে সবুজ সংকেত দিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সোমবার সকালে শীতকালীন অধিবেশনে যোগ দিতে যাওয়ার আগে তিনি জানিয়েছিলেন, 'কলকাতা থেকেই প্রার্থীতালিকা ঘোষণা করবে বিজেপি'।