কবীর সুমন (Kabir Suman) 'জীবনমুখী বাংলা গানে'র শিল্পীই নন। তাঁকে যাঁরা 'জীবনমুখী' গায়ক বলেন, তাঁরা একেবারেই ঠিক বলেন না। ফেসবুকে লাইভ ভিডিয়ো করে এমনই দাবি করলেন বাংলা গানের কারিগর।
নাগরিক কবিয়াল জানিয়েছেন, সম্প্রতি বাংলাদেশের বেশ কিছু সংবাদমাধ্যম তাঁকে 'জীবনমুখী গায়ক' বলছেন। বিষয়টি তাঁর বিলকুল না-পসন্দ। আধুনিক বাংলা গানে অন্যতম কিংবদন্তীর যুক্তি, তিনি কোনোকালেই নিজের গানকে 'জীবনমুখী' তকমা দেননি। নিজেকে 'আধুনিক বাংলা গানের' শিল্পীই বলে এসেছেন চিরকাল।
Kabir Suman : 'ফেরত দিয়ে তবে মরব', বাবুলের তৃণমূলে যোগদানে বিস্ফোরক কবীর সুমন
কবীর সুমন জানিয়েছেন, নিজের গানকে 'জীবনমুখী' বলেছেন শিল্পী নচিকেতা চক্রবর্তী। আর এক শিল্পী শুভেন্দু মাইতিও 'জীবনমুখী লোকগান' গেয়েছেন। সুমনের কথায়, তাঁর গান কখনওই 'জীবনমুখী' নয়, বরং তা আধুনিক বাংলা গান।