রাজীব বন্দ্যোপাধ্যায়কে কেন দলে ফেরানো হল তা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে ক্ষোভ উগড়ে দিলেন তিনি।
কল্যাণ এবিপি আনন্দকে বলেন, "মমতাদি নিজে বলেছিল, রাজীব দুর্নীতিগ্রস্ত। গড়িয়াহাটে ৪-৫টা বাড়ি৷ দুবাইতে টাকা খাটে। তারপরেও দলে নেওয়া হল? শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত। মেনে নিতে হবে।"
তৃণমূল সাংসদের কথায়, "অভিষেক বলেছিলেন, দলের কোনো কর্মীর মনে আঘাত দিয়ে বিশ্বাসঘাতকদের দলে নেওয়া হবে না৷ আমি সাংসদ, আমি কর্মীও৷ জানি না, টপ টু বটম একটা করাপটেডকে লোককে কেন দলে নেওয়া হল!"
Rajib Banerjee: মমতা কেবল নেত্রী নন, তিনি দেবী, তৃণমূলে ফিরে বললেন রাজীব
এরপর তিনি আরো বলেন, "আমার সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার লাইন মনে পড়ছে, 'কেউ কথা রাখেনি..'"