মোবাইলের বডি গুলো পাঁচ টাকা দাম
পায়ে তোড়া হাতের বালা থাকে যদি
সিটি গোল্ডের চেন, দিয়ে যাবেন
তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন।
বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম,
আমার কাছে নাইকো বুবু ভাজা বাদাম,
আমার কাছে পাবে শুধু কাঁচা.. বাদাম।
সোশ্যাল মিডিয়ার দৌলতে এই মুহূর্তে রীতিমতো ভাইরাল বীরভূম (birbhum) দুবরাজপুরের ভুবন বাদ্যকরের এই গান। তাঁর 'কাঁচা বাদাম' গান এখন প্রবল জনপ্রিয়। এবার কলকাতার পুরভোটের প্রচারে (kmc election 2021) চলে এলো সেই কাঁচা বাদাম।
সোশ্য়াল সাইটে জনপ্রিয় কাঁচা বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরকে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটের প্রচারে বেরিয়ে পড়লেন ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অমল চক্রবর্তী। আর সেই সঙ্গে দু'কলি গান। রাস্তায় তৃণমূল প্রার্থীর সঙ্গে হাঁটতে হাঁটতে বাদামও বেচলেন ভুবন বাদ্যকর। একইসঙ্গে সবার আবদারও রাখলেন। গেয়ে নিলেন গানটিও।