ফের বেলাগাম কঙ্গনা রানাউত। এবার ইন্সটাগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে আপত্তিকর ভাষায় আক্রমণ করলেন তিনি। শুক্রবার তাঁর বিরুদ্ধে এফআইআর করেছেন এক তৃণমূল নেতা। সেই প্রসঙ্গ টেনে কঙ্গনা ইনস্টাগ্রামে লেখেন, “একাধিক মামলা আর এফআইআর করে আমায় ভয় দেখানো যাবে না। বাংলায় একের পর এক খুন হলেও কোনও পদক্ষেপ করতে পারেনি কেন্দ্র। লাখে লাখে হিন্দুরা বাংলা থেকে পালিয়ে আসছে। সেসব আটকাতে পারছে না। উলটে আমি মৃত্যুমিছিল রোখা নিয়ে সরব হয়েছি বলে মমতার সেনারা আমার মুখ বন্ধ করার চেষ্টা করছে। দেশে কেন তথাকথিত ডান-পন্থীরা এত দুর্বল? এদের আদৌ কোনও ক্ষমতা আছে কি?” এরপর মতা বন্দ্যোপাধ্যায়কে ‘রক্তপিপাসু’ বলেও কঙ্গনা কটাক্ষ করেন ইনস্টাগ্রামে।