ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশলের(Vicky Kaushal-Katrina Kaif) রাজকীয় বিয়ের রেশ যেন কাটছে না । সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবিও পোস্ট করেছেন তাঁরা । এদিকে, বিয়ের পরই বলি-তারকাদের জন্য হাতে লেখা বিশেষ চিঠি এবং মিষ্টি উপহার পাঠিয়েছেন 'ভিক্যাট' । সেই তালিকায় রয়েছেন বলিউডের 'কুইন' কঙ্গনা রানাউত (Kangana Ranaut) । ভিকি-ক্যাটরিনার পাঠানো উপহারের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেত্রী ।
উপহারের ঝুড়িতে রয়েছে কিছু ফুল, কার্ড, একটি হাতে লেখা নোট এবং মিষ্টির বাক্স । কঙ্গনা লিখেছেন, ' নবদম্পতি ভিকি-ক্যাটরিনার তরফ থেকে দেশি ঘিয়ে তৈরি লাড্ডু পেলাম । ধন্যবাদ এবং দুজনকেই নতুন জীবনের অনেক শুভেচ্ছা ।'
৯ ডিসেম্বর রাজস্থানের সাওয়াই মাধোপুরে বিবাহ-বন্ধনে আবদ্ধ হন ভিকি-ক্যাটরিনা । তাঁদের বিয়েতে শুধুমাত্র ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন । ইতিমধ্যে, এই দম্পতির বিয়ে থেকে গায়ে হলুদের ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ।
আরও পড়ুন, Vi-Kat wedding: নবদম্পতির গায়ে হলুদের ছবি ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায়
কঙ্গনা রানাউতের হাতে বেশ কয়েকটি ছবির কাজ রয়েছে । অ্যাকশন ফিল্ম 'ধকড়'-এ দেখা যাবে তাঁকে । এছাড়া, 'তেজস' সিনেমায় পাইলটের ভূমিকায় অভিনয় করছেন কঙ্গনা রানাউত ।