কখনও তিনি নিজে বিতর্কের জন্ম দেন, কখনও আবার বিতর্ক তাঁকেই তাড়া করে বেড়ায়। সব মিলিয়ে বছরভর আলোচনায় থাকেন সদ্য পদ্মশ্রী সম্মানে ভূষিত অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। এবার নিজের প্রেম প্রণয় এমন কী পরিণয় নিয়েও মুখ খুললেন বলিউডের কুইন কঙ্গনা।
'পদ্মশ্রী' পুরস্কারে সম্মানিত হলেন কঙ্গনা রানাউত ও আদনান সামি
নিউজ টাইম সামিটের এক আলোচনায় অভিনেত্রী জানালেন, তাঁর জীবনের মনের মানুষ আছে, খুব শিগগির সামনেও আনবেন তা। পাঁচ বছরের মধ্যে বিয়ে এমন কী সন্তানের পরিকল্পনাও রয়েছে। আর সেই পঞ্চবার্ষিকী পরিকল্পনার জন্য কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে।
প্রসঙ্গত, আগে কঙ্গনার সঙ্গে ঋত্বিক রোশনের সম্পর্ক এবং তার পরবর্তী তিক্ততা নিয়ে তোলপাড় হয়েছিল বলিউড।