Kangana Ranaut : '১৯৪৭ সালের ঘটনা স্মরণ করিয়ে দিন, পদ্মশ্রী ফিরিয়ে দেব'; বললেন কঙ্গনা

Updated : Nov 13, 2021 19:29
|
Editorji News Desk

বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের(Kangana Ranaut) । দেশের স্বাধীনতা নিয়ে মন্তব্য করে নতুন করে বিতর্কে অভিনেত্রী । এমনকী তাঁর বিরুদ্ধে থানায় পর্যন্ত অভিযোগ দায়ের হয়েছে । কড়া সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে বলি কুইনকে । আর এবার সেই মন্তব্যের প্রেক্ষিতে কঙ্গনা স্পষ্ট করে জানিয়ে দিলেন, ১৯৪৭ সালের ঘটনা কেউ যদি তাঁকে স্মরণ করিয়ে দেন, তাহলে কঙ্গনা তাঁর পদ্মশ্রী (Padmashree Award) ফিরিয়ে দেবেন ।

কয়েকদিন আগেই একটি সর্বভারতীয় টিভি চ্যানেলের অনুষ্ঠানে কঙ্গনা মন্তব্য করেন, ভারতের আসল স্বাধীনতা এসেছিল ২০১৪ সালে । নরেন্দ্র মোদির সরকার ক্ষমতায় আসার সময় । ১৯৪৭ সালে যা এসেছিল, তা ছিল ভিক্ষা ।


শনিবার ইনস্টাগ্রাম (Instagram) স্টোরিতে নিজের মন্তব্যের সমর্থনে কঙ্গনা লিখেছেন, " ১৮৫৭ সালে স্বাধীনতার জন্য প্রথম ব্রিটিশ বিরোধী সংঘবদ্ধ যুদ্ধ হয়েছিল । সেইসঙ্গে স্বাধীনতার স্বার্থে জীবন উত্সর্গ করেছেন সুভাষ চন্দ্র বসু, রানি লক্ষ্মীবাঈ, বীর সাভারকারজি । ১৮৫৭ সালের কথা আমি জানি । কিন্তু, ১৯৪৭ সালে কোন যুদ্ধ হয়েছিল, সেই বিষয়ে কিছুই জানি না । যদি কেউ সেই বিষয়টা আমাকে বলতে পারেন, তাহলে আমি কৃতজ্ঞ থাকব । আমি আমার পদ্মশ্রীও ফিরিয়ে দেব ।"

Kangana Ranaut: কঙ্গনা রানাউতের বিরুদ্ধে টিটাগড় থানায় মামলা কংগ্রেসের আইনজীবী নেতার
 

কঙ্গনা আরও জানান, তিনি নিজে রানি লক্ষ্মীবাঈ-এর আত্মত্যাগের কাহিনি তৈরি ছবিতে কাজ করেছেন । আর সেই জন্য ১৮৫৭ সালের স্বাধীনতা আন্দোলন নিয়ে অনেক রিসার্চও করেছেন । তাঁর প্রশ্ন, ‘কেন গান্ধীজি ভগত সিং-কে মরতে দিয়েছিল? কেন নেতাজীকে হত্যা করা হয়েছিল? কেন একজন শ্বেতাঙ্গ দেশভাগের মানচিত্র তৈরি করেছিল ? তিনি আরও লেখেন, কেন স্বাধীনতার আনন্দে মেতে না উঠে ভারতীয়রা একে অপরকে হত্যা করেছিল?’

কঙ্গনা ফের দাবি করেছেন ২০১৪ সালেই প্রকৃত স্বাধীনতা এসেছে । এর তিনি ব্যাখ্যাও দিয়েছেন । সেইসঙ্গে জানিয়েছেন, এই মন্তব্যের জন্য তিনি পরিণতি ভোগ করতেও প্রস্তুত । কঙ্গনা লিখেছেন, কাগজে কলমে স্বাধীনতা থাকলেও কিন্তু প্রকৃত স্বাধীনতা পেয়েছে ২০১৪ সালে । একটা মৃতপ্রায় সভ্যতা নতুন করে জীবন পেয়েছে, আর তা এখন আকাশে ডানা মেলে উড়ছে । এখন আর ভারতীয়রা ইংরেজি না জানার জন্য তিরষ্কৃত হন না । ছোট শহর থেকে আসার জন্য কিংবা দেশের তৈরি জিনিস ব্যবহারে লজ্জা পায় না কেউ । সবটাই স্পষ্ট করে জানিয়েছেন কঙ্গনা । কিন্তু যাঁরা দোষী, তাঁদের এইসব গায়ে লাগবেই ।

স্বাধীনতা নিয়ে কঙ্গনার 'দেশদ্রোহী' মন্তব্যের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলরা দাবিতে মুম্বই পুলিশে অভিযোগ জমা দিয়েছে আম আদমি পার্টি । অন্যদিকে, এ রাজ্যেও কঙ্গনার বিরুদ্ধে টিটাগড় থানায় মামলা করেছেন এক আইনজীবী । স্বাধীনতা নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে অভিনেত্রীর বিরুদ্ধে উত্তর ২৪ পরগনার টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেন আইনজীবী ও কংগ্রেস নেতা কৌস্তব বাগচী ।

Kangana RanautPadma Shri

Recommended For You

editorji | বিনোদন

Dev Khaadan : 'ব্যোমকেশ নাকি চ্যালেঞ্জ' কোন দেবের প্রেমে দর্শক ? ঘুরে দেখল এডিটরজি বাংলা

editorji | বিনোদন

Dev Khaddan : ছক ভেঙে মধ্যরাতে মুক্তি, পুষ্পাকে দেবের রির্টান গিফট খাদান

editorji | বিনোদন

Khadaan vs Pushpa 2: আল্লুর দাপটে কোণঠাসা দেব? 'পুষ্পা' বনাম 'খাদান', কার পাল্লা ভারী? খোঁজ নিল এডিটরজি

editorji | বিনোদন

Khadaan VS Sontan : দেবের খাদান নাকি মিঠুনের সন্তান, কার পাল্লা ভারী ?

editorji | বিনোদন

Emraan Hashmi Kissing : স্ত্রীয়ের চড় থেকে নায়িকার মুখের দুর্গন্ধ, ইমরান হাসমির 'কিস'-কা কিস্সা