ইন্ডিয়া নয়, দেশের নতুন নাম হোক ভারত। এমনই দাবি তুললেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তাঁর মতে, ইন্ডিয়া নামটি দাসত্বের প্রতীক। তাই দেশের নাম পরিবর্তন জরুরি৷ ভারত কখনওই পাশ্চাত্যের অনুকরণ করে এগোতে পারবে না। যদি দেশকে বিশ্বের নেতা হয়ে উঠতে হয়, তাহলে গীতা, বেদ এবং যোগের মাধ্যমেই প্রকৃত 'শুদ্ধি' অর্জন করতে হবে। কঙ্গনার দাবি, ইন্ডিয়ার বদলে ভারত নাম ফিরিয়ে আনলে গোটা দেশ তার হারানো গৌরব ফিরে পেতে যাত্রা শুরু করতে পারবে।