অবশেষে জল্পনাই সত্যি হল। দেশের রাজনীতিতে তোলপাড় ফেলে দেওয়া বাম ছাত্রনেতা কানহাইয়া কুমার যোগ দিলেন কংগ্রেসে। আগামী বছরের কয়েকটি রাজ্য নির্বাচন ও ২০২৪এ লোকসভা নির্বাচনের আগে তরুণ মুখদের দলে নেওয়ার চেষ্টা করছে কংগ্রেস। এর মধ্য দিয়ে ভাবমূর্তি ফেরানোর পাশাপাশি ভারতীয় রাজনীতিতে ক্রম ক্ষীয়মাণ প্রভাব জোরদারের চেষ্টা করছে তারা। কংগ্রেসের পক্ষ থেকে দলে আনা এখন পর্যন্ত সবচেয়ে বড় নাম কানহাইয়া কুমার। তবে অবশ্যই জীগ্নেশ মেভানির নামও থাকবে এই সারিতে। একসময় দেশের ছাত্র রাজনীতিতে সাড়া ফেলে দেওয়া এই জেএনইউ প্রাক্তনীর অভাবে যে শূন্যতা তৈরি হবে সিপিআইয়ের অন্দরে, তা বলাই বাহুল্য। আগামীতে বাম শিবির এই ধাক্কা কিভাবে সামলে ওঠে, তার দিকেও নজর থাকবে দেশের রাজনৈতিক মহলের।