সব ঠিক থাকলে আগামী মঙ্গলবার কংগ্রেসে যোগ দেবেন কানহাইয়া কুমার (Kanhaiya Kumar) এবং জিগনেশ মেভানি (Jignesh Mevani)। দিল্লিতে রাহুল গান্ধীর (Rahul Gandhi) উপস্থিতিতে কংগ্রেসে যোগ দেওয়ার কথা এই দুই তরুণ বাম ও দলিত নেতার।
কানহাইয়া এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করেননি৷ কিন্তু জিগনেশ জানিয়েছেন, তাঁর এবং কানহাইয়ার কংগ্রেসে যোগদান নিশ্চিত। উল্লেখ্য, কয়েকদিন আগে CPl সাধারণ সম্পাদক ডি রাজা জানিয়েছিলেন, কানহাইয়া কংগ্রেসে যাচ্ছেন না। এবার অবশ্য তিনি কোনো প্রতিক্রিয়া দেননি।
Kanhaiya Kumar: CPI ছেড়ে এবার কংগ্রেসের 'হাত' ধরবেন কানহাইয়া?
জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি নির্বাচিত হন AISF নেতা কানহাইয়া কুমার৷ এরপর ক্যাম্পাসে দেশবিরোধী স্লোগান বিতর্কে জড়িয়ে জেলে যেতে হয় তাঁকে। ২০১৯ সালে CPI-এর টিকিটে লড়ে গিরিরাজ সিংয়ের কাছে পরাজিত হন বেগুসরাই লোকসভা কেন্দ্রে।
অন্যদিকে দলিত আন্দোলনের তরুণ নেতা জিগনেশ গুজরাট বিধানসভার বিধায়ক নির্বাচিত হয়েছেন।