রাজ্যে নির্বাচনী প্রচারে এলেন সিপিআই নেতা তথা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি কানহাইয়া কুমার। পটাশপুরের সিপিআই প্রার্থী তথা দলের ছাত্র সংগঠন AISF-এর রাজ্য সম্পাদক সৈকত গিরির সমর্থনে সভা করলেন তিনি৷ বিজেপি এবং তৃণমূলকে একই সারিতে রেখে শনিবার আক্রমণ শানান কানহাইয়া। তাঁর অভিযোগ, বামফ্রন্ট আমলের অর্জিত গণতান্ত্রিক অধিকারগুলিকে খর্ব করতে চাইছে তৃণমূল। আর তৃণমূলত্যাগীদের নিয়ে দল ভারি করে বিজেপি নিজেদের তৃণমূলের বি টিমে পরিণত করেছে। কানহাইয়া বলেন, বিজেপির সঙ্গে জোট করে সরকার চালিয়েছে তৃণমূল। তাদের নৈতিক অধিকার নেই বিজেপি বিরোধিতার।