কানাহাইয়া কুমার (Kanhaiya Kumar) যোগ দিলেও একই মঞ্চে উপস্থিত থেকে বিশেষ কারণে কংগ্রেসে যোগ দিলেন না জিগনেশ মেওবানি (Jignesh Mevani)। রাহুল গান্ধীর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন তিনি। আগামী নির্বাচনে কংগ্রেসের হয়েই প্রতিদ্বন্দ্বিতা করবেন জিগনেশ।
গুজরাত নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন জিগনেশ। কংগ্রেস জিগনেশের বিরুদ্ধে প্রার্থী দাঁড় করায়নি। এখন দল পরিবর্তন করলে বিধায়ক পদ হারাবেন জিগনেশ। তাই এই মুহূর্তে কংগ্রেসে যোগ দেবেন না তিনি। জিগনেশ বলেন, "আমি নির্দল বিধায়ক। এই মুহূর্তে তাই কংগ্রেসে যোগ দেব না। কিন্তু গুজরাত নির্বাচনে কংগ্রেসের হয়েই লড়ব।"
মঙ্গলবার কংগ্রেসে যোগ দিয়ে কানহাইয়া কুমার বলেন, "শুধু আমি নই, দেশের অনেকেই কংগ্রেসে যোগ দিতে চায়। কংগ্রেস ছাড়া আর কেউ দেশকে বাঁচাতে পারবে না।"