কোভিডে আক্রান্ত হলেন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan) এবং তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অমৃতা অরোরা (Amrita Arora)।
বিএমসি (BMC) জানিয়েছে, এই দুই বলিউড অভিনেত্রীই কোভিডবিধি পালন না করেই বিভিন্ন পার্টিতে গিয়েছেন। এই দুই অভিনেত্রীর সংস্পর্শে আসা সকলকে কোভিড পরীক্ষার নির্দেশও দেয় বিএমসি।
যদিও, করিনা কাপুর খান এবং অমৃতা অরোরার পক্ষ থেকে সরকারিভাবে কোভিডে (Covid 19) আক্রান্ত হওয়ার কথা জানানো হয়নি। সম্প্রতি এই দুই অভিনেত্রীকে একটি ক্রিসমাস ডিনারে দেখা গিয়েছিল। যেখানে তাঁদের সঙ্গে ছিলেন মালাইকা অরোরা (Malaika Arora), করিশ্মা কাপুর (Karishma Kapoor), মাসাবা গুপ্তা এবং রিয়া কাপুরও।
এই মুহূর্তে করিনার হাতে রয়েছে 'লাল সিং চাড্ডা'। আমির খান (Aamir Khan) এবং করিনা কাপুর খান অভিনীত এই ছবিটি মুক্তি পাওয়ার কথা আগামী বছরের এপ্রিল মাসে।