গোলাপি শহর তো জানেন, জয়পুর। গোলাপি ধানের ক্ষেত শুনেছেন। কেরালার কোট্টায়ামে এক ধানের ক্ষেত রাতারাতি পুরো গোলাপি হয়ে গেল। ব্যাপার খানা কী? ক্ষেত জুড়ে ফুটেছে শাপলা ফুল, ইংরেজিতে যাকে বলে ।
তা দেখতেই দলে দলে ভিড় করছেন স্থানীয় মানুষ এবং পর্যটকেরা।
সোশ্যাল মিডিয়ায় সেই অপরূপ ছবি ভাইরাল। গোটা খেত শাপলা ফুলে ভরে গেলে কেমন লাগে? আহা স্বর্গীয় দৃশ্য। তবে শুধু সৌন্দর্যের কথা নয়, এতে মস্ত উপকার হয়েছে চাষিদেরও। ক্ষেতের সেই শাপলা বিক্রি করে বাড়তি একটু রোজগারও হচ্ছে তাঁদের।