আজ কোজাগরী লক্ষ্মী পুজো। গৃহস্থের ঘরে ঘরে এই দিন দেবী লক্ষ্মীর আরাধনা হয়।
দুর্গা পুজো শেষ হয়ে যাওয়ার পর বাঙালির সান্ত্বনা খোঁজার জায়গাটুকু ওই বিজয়া দশমীর দিন চারেক পরের লক্ষ্মী পুজো। ঘরে ঘরে এই পুজো হয় আশ্বিন মাসের শেষ পূর্ণিমা কোজাগরী পূর্ণিমার দিনে।
‘কোজাগরী’ কথাটির অর্থ ‘কে জেগে আছ’? হিন্দু পুরাণ মতে আশ্বিনের এই পূর্ণিমার রাতে লক্ষ্মী এসে ঘরে ঘরে খোঁজ নিয়ে যান, কে জেগে আছে। ধন, যশ, খ্যাতি, সুস্বাস্থ্যের দেবী লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠে বাংলার প্রতিটা পরিবার।
সারা দেশেই লক্ষ্মীপুজার চল রয়েছে, তবে কোজাগরী লক্ষ্মী পুজো যেন একেবারে বাংলার নিজের। আশ্বিনের হিমেল রাত, আকাশে পূর্ণিমার চাঁদ, জ্যোৎস্না ভাসা প্রান্তর পেরিয়ে গৃহস্থের দ্বারে দ্বারে মা লক্ষ্মী। বাংলার মা, বাংলার মেয়ে। কত হাজার বছর ধরে বাংলার সঙ্গে মিশে আছে এই লোকাচার।
দেখে নেওয়া যাক এ বছরের কোজাগরী লক্ষ্মী পুজোর নির্ঘণ্ট ও সময়সূচি:
এই বছর কোজাগরী লক্ষ্মী (Kojagari Lakshmi Puja) পুজো দু'দিনের। ১৯ অক্টোবর সন্ধ্যা ৭.০৩ মিনিট থেকে শুরু হবে এবং ২০ অক্টোবর রাত ৮.২৬ মিনিটে শেষ হবে।