সুন্দরবনে বন্যা বিধ্বস্ত মানুষদের সাহায্যের জন্য এগিয়ে এসেছিলেন বলিউড অভিনেতা সোনু সুদ। এবার কেষ্টপুরের এক পুজো মণ্ডপে তৈরি হয়েছে তাঁরই আদলে একটি মূর্তি। এই নিয়ে প্রতিক্রিয়া দিলেন সোনু নিজেই। জানালেন, এরকম ঘটনায় তিনি আপ্লুত।
ইয়াশ সাইক্লোনের পর সুন্দরবনের কয়েকটি গ্রাম পুরো ভেসে যায়। মৎস্যজীবীদের একটি গ্রামে ঘরবাড়ি তছনছ হয়ে গিয়েছিল। তারপরই গোটা গ্রামের দায়িত্ব নেন সোনু। কেষ্টপুরের প্রফুল্ল কানন পুজো কমিটির এবারের থিম সাইক্লোনে উপকূলের মানুষের জীবনযাত্রা। সেখানে সোনুর মূর্তির সঙ্গে সেলফি নিচ্ছেন দর্শনার্থীরা।
সোনু সুদ নিজে এই ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেন, "আমি কী বলব বুঝে উঠতে পারছি না। আগেরবারও মণ্ডপ তৈরি হয়েছিল। কিন্তু এবার আরও বড় আকারে তৈরি করেছে ওরা। সোশাল মিডিয়ায় লোকজন আমাকে ট্যাগও করেছে। মনে হচ্ছে মা দুর্গা আমাকে সঠিক পথ দেখাচ্ছেন।" এত মানুষের ভালোবাসা পাওয়া নিয়ে ঈশ্বরকেই ধন্যবাদ জানালেন সোনু সুদ।