দুর্গাপুজো বাঙালির কাছে একটা আবেগ আর অনেকটা আনন্দ । তাই চারটে দিন সব ভুলে বাঙালি চায় উতসবের আমেজে মেতে উঠতে । তাই দেশ-বিদেশ যেখানে থাকুক না কেন, পুজোর সময় ঘরে ফেরে বাঙালি । কিন্তু, সবসময় কোথায়ই বা সম্ভব হয় । কাজের জন্য অনেকে ছুটিও তো পায় না । মন কেমন নিয়ে প্রবাসেই কাটাতে হয় পুজো । তাই এইসব প্রবাসী বাঙালিদের কথা মাথায় রেখেই তাদের নিয়ে পুজোর গান লিখেছেন অম্বরীশ মজুমদার । সুরকার রাতুল সরকার ।
'এলো পুজো আবার' গানের সুরে সেই ঘরে না ফেরার বিষণ্ণতা রয়েছে । পুজোতে ঘরে না ফেরার বিষণ্ণতা । গান গেয়েছেন রূপঙ্কর, অনুপম রায়, ইমন চক্রবর্তী এবং লগ্নজিতা । তাদের গানের সুরে বাঙালির পুজোর সেই নস্টালজিয়াকে আরও উসকে দিয়েছে । এই গানের মাঝে আবার জুড়ে দেওয়া হয়েছে, "মেঘের কোলে রোদ হেসেছে" গানটি । যা শুনলে প্রবাসে থাকা বাঙালি ফের ফিরে যাবে তাদের কলকাতায় ফেলে আসা পুজোর দিনগুলোতে ।
পুজোর গানটি তৈরিতে উদ্যোগ নিয়েছে সৃজন রিয়্যালটি । এই পুজোর গানের ভিডিয়োর ভাবনার পিছনে রয়েছেন দেবজিত সাহা । পরিচালনায় মাহিরি বোস ।