উত্তরবঙ্গের রাজনীতিতে একটা গুঞ্জন ছিলই। এবার সেই জল্পনাই সত্যি হল। দল ছাড়লেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী৷ রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চোধুরীর উপরে ক্ষুব্ধ হয়েই বিজেপি ছাড়ার কথা জানান তিনি৷ দলবিরোধী কাজের অভিযোগে রায়গঞ্জের বিধায়ককে শোকজ করেছে বিজেপি শৃঙখলারক্ষা কমিটি। কিন্তু বিধায়কের অভিযোগ, রায়গঞ্জের সাংসদ তাঁর বিরুদ্ধে চক্রান্ত করছেন।
বিধানসভা নির্বাচনের পর মুকুল রায়সহ মোট সাতজন বিধায়ক বিজেপি ছাড়লেন৷ ফলে বিজেপির বিধায়ক সংখ্যা কমে হল ৭০৷ যদিও দলত্যাগী বিধায়কের অভিযোগ অস্বীকার করেছেন রায়গঞ্জের সাংসদ। বিধায়ক দল ছাড়লেও বিজেপির কোনও ক্ষতি হবে না বলেই দাবি দেবশ্রী চোধুরীর।
তবে দল ছাড়লেও কৃষ্ণ কল্যাণী তৃণমূলে যোগ দেবেন কি না, সে বিষয়ে এখনও খোলসা করেনি৷ কিন্তু বিধায়ক ঘনিষ্ঠরা সেদিকেই ইঙ্গিত দিচ্ছেন৷ রায়গঞ্জের বিধায়কের তৃণমূলে যোগদান নিয়ে কিছু বলতে চাননি উত্তর দিনাজপুরের তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল।