জোট বেঁধে বিধানসভা নির্বাচনে লড়াই করেছিল বামফ্রন্ট (Left Front) এবং কংগ্রেস (Congress)। কিন্তু নির্বাচন মিটতেই চুরমার হয়ে গিয়েছে বোঝাপড়া৷ বস্তুত, উপনির্বাচনে মুখোমুখি সংঘাতের পথেই হাঁটছে দুই শিবির।
সামশেরগঞ্জে প্রার্থী দিয়েছিল CPM এবং কংগ্রেস- দুই দলই। যদিও কংগ্রেস ৩৮ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় হলেও বামেরা মাত্র ৪ শতাংশের কাছাকাছি ভোট পেয়েছে। এরপর শান্তিপুরেও প্রার্থী ঘোষণা করেছে দুই দলই।
BJP: চার কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল বিজেপি, ভরসা স্থানীয় মুখেই
কয়েকদিন আগে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি (Sitaram Yechuri) জানিয়েছেন, নির্বাচনের পর আর সংযুক্ত মোর্চার অস্তিত্ব নেই। অন্যদিকে প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরীর (Adhir Chowdhury) দাবি, তিনি জোট ভাঙার দায় নিতে পারবেন না।