আসন্ন পুরভোটে জোট নিয়ে ফের আলোচনা চায় বামেরা। নতুন করে দলের অন্দরে আলোচনা চায় বামফ্রন্ট। আগামী সপ্তাহেই বামফ্রন্টের বৈঠকে জোট নিয়ে আলোচনা হবে বলে জানান বিমান বসু। ‘স্থানীয় স্তরের নেতাদের মতামতের প্রেক্ষিতে সিদ্ধান্ত নেবে দল', প্রতিক্রিয়া কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্যর।
ইতিমধ্যেই ঘোষণা হয়েছে কলকাতা এবং হাওড়া পুরনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে। তারপরেই আবার জল্পনা শুরু হয়েছে সংযুক্ত মোর্চার ভবিষ্যৎ নিয়ে। সদ্যসমাপ্ত বিধানসভা উপনির্বাচনে বামফ্রন্ট এবং কংগ্রেস নিজের নিজের মতো করে লড়েছে। তিন কেন্দ্রে ছাড় দিলেও শান্তিপুর কেন্দ্রে প্রার্থী দিয়েছিল কংগ্রেস।
এর আগে বিধানসভা ভোটের আগেও রাজ্যে পুরভোটের সম্ভাবনা দেখা দিয়েছিল। সেই সময় বামফ্রন্ট ও কংগ্রেসের মধ্যে সমঝোতার ব্যাপারে প্রায় ৯০ শতাংশ চূড়ান্ত হয়ে গিয়েছিল বলে খবর। কিন্তু সেইসময় পুরভোট হয়নি। এবার ফের রাজ্যে পুরসভাগুলিতে ভোট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এই আবহে কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে নতুন করে আলোচনার ইঙ্গিত দিল বামেরা।
Corporation Election: কলকাতা-হাওড়ার পুর নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত! কমিশনের সিলমোহরের অপেক্ষা
বামফ্রন্টের অন্দরে আলোচনা করেই তারা এ ব্যাপারে পা বাড়াবে। আগামী সপ্তাহেই বৈঠকে বসছেন বামফ্রন্টের নেতারা। বৈঠকে কংগ্রেসের সঙ্গে জোট বা স্তরে জোট গঠন নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে।