কলকাতা পুরসভা নির্বাচনের (KMC Election) প্রার্থীতালিকা ঘোষণা করল বামফ্রন্ট। ১৪৪টি আসনের মধ্যে মোট ১২৭টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। বাকি ১৭টি আসনে তৃণমূল এবং বিজেপি বিরোধী 'গণতান্ত্রিক' শক্তিকে সমর্থন করবে বামেরা। তবে সরাসরি কংগ্রেসকে (Congress) সমর্থন করার কথা বলেননি বাম নেতৃত্ব।
বামফ্রন্টের প্রার্থীতালিকায় এখনও পর্যন্ত মোট ৫৬ জন মহিলা, সংখ্যালঘু মুখ ১৭ জন। সিংহভাগ আসনেই লড়াই করবে সিপিএম। সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লকের পরিচিত মুখ, বিগত নির্বাচনে জয়ী কাউন্সিলরদেরও প্রার্থী করা হয়েছে।
TMC Candidate List: কালীঘাটে বৈঠকের পরই পুরসভা নির্বাচনের প্রার্থীতালিকা ঘোষণা করবে তৃণমূল কংগ্রেস
CPM নেতৃত্বের দাবি, পুরসভার দুর্নীতির বিরুদ্ধে তাঁরাই রাস।তায় আছেন। তাই ভালো ফলাফল করবে বামফ্রন্ট।