বাংলায় প্রথম বারোয়ারি পুজো শুরু হয় হুগলীর গুপ্তিপাড়ায়, সেটা ১৭৭০ এ। দু'বছর পর ১৭৭২ এ শুরু হয় নদীয়ার শান্তিপুরের ডুবরে পাড়ার বুড়ো বারোয়ারি পুজো। ইংরেজির ১৭৭২ সাল, বাংলা ১১৭৯ সনে ডাবরে পাড়ায় কিছু যুবক মিলে এই পুজো শুরু করেন বলেই জানা যায় । এবছর পুজোর ২৫০ বছর পূর্তি।
রাজবাড়ী জমিদার বাড়িতে পুজো হতো, তবে নিয়ম নিষ্ঠার বেড়াজাল ছিল। অন্যদিকে বারোয়ারি পুজোয় সবার অবাধ বিচরণ ছিল। স্বভাবতই শুরু থেকেই এই পুজোয় ভিড় হত। ভিড় করতেন, শান্তিপুরের আপামর জনসাধারণ, এমনকি জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা আত্মীয়-স্বজন।
পুজোর চার দিন শিশু কিশোরদের নাচ গান আবৃত্তি মহিলাদের শঙ্খ বাজানো প্রদীপ জ্বালানো প্রতিযোগিতা সে আমল থেকে আজও চলে আসছে পুজোর রীতিনীতির মতই। মেয়ে বাপের বাড়ি এলে যেমন ভালো মন্দ রান্না হয়, এখানেও ঠিক তাই, কৈলাসে ফেরার আগে মায়ের ভোগে ইলিশ মাছ রান্না হয় আজও।