২ অক্টোবর থেকে ২৮ অক্টোবর । একটা কঠিন সময় কাটিয়েছে কিং খানের পরিবার । মাদক কাণ্ডে কিং খানের ছেলে আরিয়ান খানকে(Aryan Khan) গ্রেফতার করে এনসিবি(NCB) । ২ অক্টোবর থেকে ২৮ অক্টোবরের ঘটনাক্রম একবার দেখে নেওয়া যাক ...
২ অক্টোবর রাতে মুম্বই উপকূলে চলছিল রেভ পার্টি । সেখানেই হানা দেন নারকোটিক্স কন্ট্রোল বিউরোর অফিসাররা । সেখান থেকেই শাহরুখ পুত্র আরিয়ানকে আটক করে এনসিবি অফিসাররা । শুরু হয় জেরা । আরিয়ান সহ মোট ১৪ জনকে আটক করা হয় ।
৩ অক্টোবর আরিয়ানকে গ্রেফতার করে এনসিবি । আরিয়ানের পাশাপাশি গ্রেফতার করা হয় মুনমুন ধামেচা ও আরবাজ মার্চেন্টকে । এনসিবি দাবি করে, ড্রাগ কেনা ও টাকা লেনদেনের বিভিন্ন তথ্য পাওয়া গিয়েছে আরিয়ানের ফোন থেকে । আরিয়ান খানকে ৭ অক্টোবর পর্যন্ত এনসিবি হেফাজতে রাখার নির্দেশ দেয় মুম্বইয়ের বিশেষ আদালত ।
Aryan Khan: জামিন পেলেন আরিয়ান, দীপাবলির আগেই ঘরে ফিরবেন শাহরুখ -পুত্র
আরিয়ান যখন জেলে, তখন শাহরুখ-গৌরীর পাশে দাঁড়িয়েছে বলিউডের বহু তারকা । সলমন খান(Salman Khan) ছুটে গিয়েছেন মন্নতে শাহরুখ ও তাঁর পরিবারের সঙ্গে দেখা করার জন্য । সুজান, ঋত্বিক রোশন, ফারহা খান, পূজা ভাটের মতো সেলিব্রিটিরা শাহরুখের পাশে দাঁড়িয়েছেন । শাহরুখের অনুরাগীরাও মন্নতের বাইরে ভিড় জমিয়ে জানিয়েছেন, তাঁরা শাহরুখের এই কঠিন সময়ে তাঁর পাশেই রয়েছেন ।
এরই মধ্যে ৭ অক্টোবর আরিয়ানের জামিনের আবেদন খারিজ করে দেয় মুম্বইয়ের বিশেষ আদালত । ১৪ দিনের জেল হেফাজত হয় আরিয়ান-সহ তিন জনের । এবার মাদককাণ্ডে শাহরুখের গাড়ির চালককে জেরা করে এনসিবি ।
Mukul Rohatgi on Aryan Bail : দীপাবলির আগেই বাড়ি ফিরছেন আরিয়ান ? কী বলছেন আরিয়ানের আইনজীবী ?
১৪ অক্টোবর ফের জামিনের আবেদন খারিজ হয়ে যায় । আরিয়ান কয়েদি নম্বর পান । মুম্বইয়ের আর্থার জেল রোডে তাঁকে রাখা হয় । জেলে থাকাকালীন বারবার তাঁকে জেরা করা হয় । পাশাপাশি, চলতে থাকে কাউন্সেলিং । আরিয়ান এনসিবি আধিকারিকদের জানায়, জেল থেকে মুক্তির পর সমাজের জন্য কাজ করবেন তিনি ।
এদিকে, মা গৌরী খান(Gauri Khan) বাড়িতে জানিয়ে দেন, যতদিন না ছেলে বাড়ি ফিরছে, ততদিন কোনও মিস্টি রান্না হবে না । কিন্তু, ২০ অক্টোবর ফের জামিনের আবেদন খারিজ হয়ে যায় আরিয়ানের । এরপরই বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয় আরিয়ান খানের আইনজীবী । ২৬ অক্টোবর মামলার শুনানির দিন ধার্য করা হয় ।
Aryan Khan case : আরিয়ানের ভিডিয়ো পোস্ট করে টুইট সঞ্জয় রাউতের, তুলে দিলেন একাধিক প্রশ্ন
মাদককাণ্ডে নতুন তথ্য সামনে আসে । এনসিবি দাবি করে, এক বলিউড অভিনেত্রীর সঙ্গে মাদক নিয়ে কথা হয়েছে আরিয়ানের । এরপরই অভিনেত্রী অনন্যা পাণ্ডেকে(Ananya Pandey) জেরা করে এনসিবি অফিসে ।
এই ঘটনায় আরও বিস্ফোরক তথ্য সামনে আসে । এক সাক্ষ্মী দাবি করে, আরিয়ানের বিরুদ্ধে মুখ খুলতে ১৮ কোটি টাকার চুক্তি হয়েছে । যার মধ্যে ৮ কোটি টাকা এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়ে চেয়েছেন । এই ঘটনা সামনে আসতেই হইচই পড়ে যায় ।
Aryan Khan Case: আরিয়ানের বিরুদ্ধে মুখ খুলতে ১৮ কোটি! সাক্ষীর বিস্ফোরক অভিযোগ, দাবি ওড়াল এনসিবি
মঙ্গলবার, ২৬ অক্টোবর জামিনের শুনানি শুরু হয় বম্বে হাইকোর্টে । ফের শুনানি পিছোয় । অবশেষে, বৃহস্পতিবার রায় শোনাল হাইকোর্ট । জামিন পেলেন আরিয়ান খান ।